দিল্লির সঙ্গে আবারও বাণিজ্যিক সম্পর্কের ইঙ্গিত পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর

0

ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আবারও শুরু করার বিষয়ে পাকিস্তান গভীর ভাবে চিন্তা করছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার।

পাকিস্তান সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে পিটিআই জানায়, শনিবার লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাকিস্তানি ব্যবসায়ীরা পুনরায় ভারতের সাথে বাণিজ্য শুরু করতে চান। আমরা ভারতের সাথে বাণিজ্যের বিষয়টি গুরুত্ব সহকারে দেখব।’

এদিকে, চলতি মাসের শুরুতে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে দ্বিতীয় বার শপথ নেওয়ায় নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে তাকে অভিনন্দন জানিয়েছিলেন। ৭ মার্চ শাহবাজ শরীফও মোদিকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন। এবার পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য সম্পর্ক আবারও শুরুর ইঙ্গিত দিয়ে রাখলেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছ থেকে কড়া বার্তা এসেছে। শনিবারই সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের উন্নতি সন্ত্রাসবাদকে ‘উপেক্ষা’ করে হতে পারে না।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here