আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আজকের ম্যাচেও একাদশে সুযোগ মেলেনি বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের।
টানা দুই ম্যাচে হারের পর এবার বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামছে দিল্লি। বিয়ের ছুটিতে দেশে ফিরে গেছেন মিচেল মার্শ। তাই এই অজি অলরাউন্ডারকে পাচ্ছে না তারা। তার পরিবর্তে একাদশে ফিরেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রোভম্যান পাওয়েল।