দিল্লিতে শতাধিক ফ্লাইট বিলম্ব, দুর্ভোগ চরমে

0
দিল্লিতে শতাধিক ফ্লাইট বিলম্ব, দুর্ভোগ চরমে

ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে, এতে করে বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। এনডিটিভির শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সিস্টেমে প্রযুক্তিগত ত্রুটির কারণে এ শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এটিসি সিস্টেমে ত্রুটির কারণে ফ্লাইট চলাচলে বিলম্ব হচ্ছে। কর্তৃপক্ষ বলেছে, আমাদের টিমসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো একসঙ্গে কাজ করছে, যাতে দ্রুত সমস্যাটি সমাধান করা যায়। একই সঙ্গে যাত্রীদের কাছে অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এএআই) জানিয়েছে, অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে, যা এটিসি ডেটা পরিচালনার দায়িত্বে থাকে। এর ফলে কন্ট্রোলাররা এখন ফ্লাইট প্ল্যান ম্যানুয়ালি প্রক্রিয়া করছেন, যা বিলম্বের প্রধান কারণ।

যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রেখে সর্বশেষ ফ্লাইট আপডেট জানার পরামর্শ দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইসজেটসহ সব এয়ারলাইন্স যাত্রীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে।

সূত্র : এনডিটিভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here