অনেকদিন ধরে তালেবানদের দখলে আফগানিস্তান। তবে বিভিন্ন দেশে আফগান দূতাবাসে এখনো কাজ করে চলেছেন আগের গণতান্ত্রিত সরকার নিযুক্ত কর্মকর্তারা। ভারতেও এতদিন সেটাই হচ্ছিল। তবে আজ থেকে দিল্লিতে অবস্থিত আফগান দূতাবাসটি বন্ধ হয়ে গেল।
দূতাবাসের কর্মীদের অভিযোগ, মোদি সরকারের থেকে সাহায্য না পাওয়ার জেরেই দূতাবাস বন্ধ করতে বাধ্য হয়েছে তারা।
বিবৃতিতে বলা হয়, অত্যন্ত পরিতাপের বিষয়, নয়া দিল্লিতে আফগান দূতাবাস বন্ধ করে দিতে হচ্ছে। আমাদের অনুরোধ, এর আগে ভারত সরকারের কাছে জমা দেওয়া চার দফা যেন গুরুত্বের সঙ্গে দেখা হয়। বিশেষ করে দূতাবাস প্রাঙ্গণে যেন আফগানিস্তানের পতাকা ওড়াতে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হয় এবং কাবুলের ভবিষ্যৎ বৈধ সরকারের কাছে দূতাবাসের সমস্ত কিছু যেন হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, তালেবানের সঙ্গে কথা বললেও এখনো পুরোপুরি তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি দিল্লি। এই আবহে আগের সরকারের নিযুক্ত আফগান কূটনীতিকদেরই দিল্লির দূতাবাস চালাতে দেওয়া হচ্ছিল। তবে সাহায্য না পাওয়ার অভিযোগে আফগানরা দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেয়।