ভারতে দিল্লির আলিপুরে একটি রংঙের কারখানায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর সেখানে ভয়ংকর আগুন ছড়িয়ে পড়ে। দমকল কর্মকর্তারা জানিয়েছেন, চার ঘণ্টা ধরে চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে ১১ জন নিহত হন।
এছাড়া এ ঘটনায় দুই জন নিখোঁজ এবং চারজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত ১১ জনই কারখানার কর্মী। বিস্ফোরণের ফলে বাড়ির ছাদ ভেঙে পড়ে যায়। আগুনের পুড়ে যাওয়ায় লাশ শনাক্ত করার চেষ্টা চলছে।