নিঃসঙ্গতা মানুষকে কুড়ে কুড়ে খায়। একাকিত্বের চেয়ে বড় অসুখ আর নেই। ব্যস্ত জীবনে কাজের শেষে বাসায় ফিরে অনেকে ভোগেন একাকিত্বে। যা অনেককে আসক্তি কিংবা আত্মহত্যার মতো ভয়াবহ পরিণতির দিকেও ঠেলে দেয়। আধুনিক এই সময়ে মানুষের মধ্যে বাড়ছে আরো বাড়ছে একাকিত্ব।
এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণায় উঠে এসেছে আরো ভয়াবহ তথ্য। সংস্থাটি বলছে, দিনে ১৫টি সিগারেট খাওয়ার চেয়েও ভয়ংকর একাকিত্ব।
যত দিন যাবে, এই সমস্যা ধীরে ধীরে অতিমারির আকার ধারণ করবে। তেমনটাই মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকরা। তাই এখন থেকেই রাশ টানতে হবে। একাকিত্ব কিছুতেই মনের উপর চেপে বসতে দেওয়া যাবে না। তার জন্য নিজের যত্ন নেওয়ার কথা বার বার মনে করাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কাজের চাপ, ব্যক্তিগত জটিলতা এবং অন্যের খেয়াল রাখতে গিয়ে নিজেকে ভালবাসতে ভুলে যান অনেকেই। একাকিত্বের জন্ম নেয় সেখান থেকেই। সঙ্গীহীন জীবনেও নিজেকে ভাল রাখার রাস্তা খুঁজে নিতে হবে।
নিজেকে ভাল রাখার পাশাপাশি সামাজিক মেলামেশাও বাড়াতে হবে বলে মত স্বাস্থ্য সংস্থার।
সূত্র: দ্য গার্ডিয়ান