শীত শেষে সারাদেশে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তাপমাত্রা আরও বেড়ে কয়েক দিনের মধ্যেই বজ্রসহ বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।