দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগীর নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার বিকেল ৪টার দিকে মেডিসিন ওয়ার্কের রেলিং ডিঙিয়ে নিচে ঝাঁপ দিলে ওই ঘটনা ঘটে।
ওই রোগীর নাম দিবাকর দাস (৪৮)। গত ২ নভেম্বর থেকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ড ভর্তি ছিলেন তিনি।
তিনি দিনাজপুর বীরগঞ্জের সুজালপুর মাষ্টারপাড়ার বাসিন্দা সীতানাথ দাসের ছেলে।
কোতোয়ালী থানার উপপরিদর্শক মনিরুজ্জামান জানান, শনিবার বিকেল ৪টার দিকে মেডিসিন ওয়ার্ডের রেলিং ডিঙিয়ে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন দিবাকর দাস। খবর পেয়ে রাতে মরদেহের সুরতহাল রির্পোট তৈরি করেছেন তারা। ২ নভেম্বর থেকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা চলছিল তার।
থানার ইনচার্জ মতিউর রহমান জানান, দিবাকর দাস মানষিক রোগী ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন তারা।