ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলায় সেচ সম্প্রসারণ প্রকল্পের (জিডিজেআইপি) আওতায় গনকু অপারেটর প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে দিনাজপুরের চিরিরবন্দরে সেচ সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণে ৫০ জন কৃষক অংশগ্রহণ করছেন।
মঙ্গলবার সকাল ১১টায় চিরিরবন্দর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এ প্রশিক্ষণের আয়োজন করে। বুধবার এ প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত হবে।