আবারও মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে দিনাজপুর। তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শীত চলে গিয়ে আবারও ফিরে আসছে। গত কয়েকদিন তাপমাত্রা বাড়লেও রবিবার তা কমে যায়। সকালে হালকা কুয়াশার সাথে হিমেল হাওয়ায় কনকনে শীতে দুর্ভেগে পড়ে মানুষ। তবে সকাল ১০টার দিকে সূর্যের দেখা মেলায় জনমনে ফিরে স্বস্তি। হিমেল বাতাসের কারণে শীতের কমতি নেই। বিকালের পর থেকে আবারও কনকনে শীতের তীব্রতা অনুভূত হয়।
রবিবার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ তথ্য নিশ্চিত করেছে জেলা আবহাওয়া অফিস।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, রবিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। বাতাসের গতি ১ নটস।