দিনাজপুর-দশমাইল মহাসড়কের নশিপুর এলাকায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে ১ জন মমতাজ হোসেন নামে পুলিশের এএসআই নিহত হয়েছেন। আরেকজন এএসআই আব্দুল জলিল গুরুত্বর আহত হয়ে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে পুলিশের এএসআই মমতাজ ও এএসআই আব্দুল জলিল নশিপুর এলাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে একটি মালবোঝাই ট্রাক এর সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে মমতাজ নিহত হয়। অপর আরোহী আব্দুল জলিলকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন বিষয়টি নিশ্চত করেন।