দিনাজপুরের পার্বতীপুরের আনন্দ বাজার থেকে ফুলবাড়ী আসার পথে ধূলাউধাল নামক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃষ্টি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার পার্বতীপুর উপজেলার আনন্দ বাজার থেকে ফুলবাড়ী আসার পথে ধূলাউধাল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
বৃষ্টি (১২) দিনাজপুর জেলার খানসামা উপজেলার উত্তর দুবলিয়া গ্রামের বাসুদেবের মেয়ে। সে ওই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।