দিনাজপুরে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার দ্বাদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে সকাল ১০টায় বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দ্বাদশ জেলা সম্মেলন উপলক্ষ্যে প্রেস ক্লাব চত্ত্বর থেকে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শুক্রবার দিনাজপুর প্রেসক্লাবের এম আব্দুর রহিম মিলনায়তনে মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার জেলা সম্মেলন উদ্বাধন করেন মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ ফওজিয়া মোসলেম।
দিনাজপুর জেলা মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর স: ম: আব্দুস সামাদ আজাদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রিনা আহমেদ, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুলতানা বুলবুল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলি চৌধুরী, রংপুর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রুখসানা জামান, রবীন্দ্র সম্মেলন পরিষদের সভাপতি রবিউল আউয়াল খোকা, উদীচী জেলা সংসদের সভাপতি হাবিবুল ইসলাম বাবুল, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, প্রগতিশীল লেখক সংঘের সভাপতি জলিল আহমেদ, জেলা অনাচার প্রতিরোধ কমিটির আহবায়ক মো. সফিকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম।