দিনাজপুরে ভারতীয় সহকারী হাই কমিশনারের সাথে ব্যবসায়ীদের মতবিনিময়

0

রাজশাহীর ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার বলেছেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক শুধু প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক নয়, একে অপরের সাথে আত্মার আত্মীয়র সম্পর্ক গড়ে উঠেছে। ভারত কিছু পাওয়ার জন্য বাংলাদেশের সাথে বন্ধুত্বের সম্পর্ক করেনি। ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের মাটিতে ব্যবসায়িক অর্থনৈতিক জোন গড়ে তোলার প্রক্রিয়া আরো জোরদার করার চেষ্টা করবে। দিনাজপুর চেম্বার যে সাতটি এজেন্ডা তুলে ধরেছে তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তার মধ্যে বিরল স্থলবন্দর ও ভিসা প্রসেসিং সেন্টার দিনাজপুরের অবিলম্বে চালু করা হবে।

রবিবার বিকালে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী (শামীম) এর সভাপতিত্বে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন, পার্বতীপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন। সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সহ সম্পাদক রতন সিং। এসময় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, সিনিয়র সহ সভাপতি মো. জর্জিস আনাম, পরিচালক মো. মোসাদ্দেক হুসেন, মো. আব্দুল্লাহ আল কাফি লিটন, মো. আখতারুজ্জামান জুয়েল, সুজা উর-রব চৌধুরী, আলহাজ্ব সৈয়দ সাগির আহম্মেদ, শাহেদ রিয়াজ পিম, মানবেন্দ্র দাস মনোজ, মো. শামীম কবির, মো. সানোয়ার হোসেন, মো. রুবেল ইসলাম, মো. মোস্তফা কামাল মিলন, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, প্রতাপ কুমার সাহা পানু, বাদশা ইমাম আরাফাত, রাহবার কবীর পিয়াল, শাহ রেজাউর রহমান হিরু, হারুন-উর-রশিদ, মো. জাকারিয়া জাকা, হারুন-উর-রশিদসহ দিনাজপুর জেলার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here