দিনাজপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

0
দিনাজপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

দিনাজপুরে ক্রীড়াবিদ ও নাট্যজন কাজী বোরহান স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। ১৫ দিনব্যাপী এই টুর্নামেন্টে উন্মুক্ত পুরুষ খেলায় ১৬ জন, স্কুল পর্যায়ে ২০ জন ও উন্মুক্ত মহিলা পর্যায়ে ৮জন অংশগ্রহণ করছে। 

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, স্কুল (বালক) আসিফ ও সিফাত বনাম জারিফ ও জুবিয়ান ইসরাত, উন্মুক্ত খেলায় ঋদ্দি ফ্যাশন বনাম বাবা ট্রেডার্স নীল, ৩য় খেলায় ব্যাডমিন্টন ফাউন্ডেশন বনাম নেকমরদ নীল।
শনিবার রাতে ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন দিনাজপুর ইনস্টিটিউট এর আয়োজনে ঐতিহাসিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গনে বিশিষ্ট ক্রীড়াবিদ ও নাট্যজন কাজী বোরহান স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন। 

উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন বলেছেন, আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী জনপ্রীয় গ্রামীণ খেলাগুলোকে জাগ্রত করতে হবে। মোবাইল ও মাদক আমাদের যুব সমাজকে বিপথে পরিচালিত করছে।এ থেকে পরিত্রাণ পেতে হলে আরও বেশী বেশী করে খেলাধুলার চর্চা করতে হবে। 

দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, পাটোয়ারী বিজনেস হাউজ প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন, সাপ্তাহিক কৃষি ও আমিষ এর সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান ও কাজী বোরহান এর কন্যা কাজী বন্যা আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর ইনস্টিটিউট এর সাধারন সম্পদক সুনীল চক্রবর্তী। খেলা পরিচালনা করেন ইনস্টিটিউটের ক্রীড়া সম্পাদক ও টুর্নামেন্ট উপ কমিটির আহবায়ক মোঃ রায়হানুল ইসলাম, মুন, ইমতিয়াজ ও আলাউদ্দিন। 

উদ্বোধন অনুষ্ঠান শেষে সম্মানীত অতিথিদের দিনাজপুর ইনস্টিটিউটের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে করে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর ইনস্টিটিউটের সকল সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here