নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার সকাল ৮টায় জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুর ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসন দিনাজপুরের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি গোল চত্বরে প্রভাতী অনুষ্ঠান শুরু হয়।
এতে রবীন্দ্র সঙ্গীত শিল্পী সুমন কান্তি রায়, বিমান দাসের নেতৃত্বে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন রাইসা তাসমিন, বর্নমালা ইসলাম প্রজ্ঞা, কংকন নাগ, স্বার্না রায় ও ডাল মোহন রায় প্রমুখ। তবলায় ছিলেন রানা পন্ডিত, টংক নাথ রায়, কি বোর্ডে ছিলেন সুজন। রবীন্দ্রনাথকে নিয়ে লিখা একটি কবিতা পাঠ করেন কবি ও সাহিত্যিক জলিল আহমেদ।