দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান নামে এক ব্র্যাকের কর্মী নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৬টার দিকে ওই মহাসড়কের বিরামপুর উপজেলা চন্ডিপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান (৩৫) রংপুর জেলার নাগেশ্বরী এলাকায় থাকতেন। তিনি ব্র্যাকের নওগাঁর একটি শাখায় কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়।
এ বিষয়ে বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, নিহত ব্যক্তি ব্র্যাকের নওগাঁ এলাকায় একটি শাখায় কর্মরত ছিলেন বলে জানতে পেরেছি। মরদেহ বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।