দিনাজপুরে তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য নামাজ আদায়

0

তীব্র তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির আশায় দিনাজপুরে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেসকার) আদায় করা হয়েছে। বুধবার সকাল ৯টায় দিনাজপুর শহরের উপশহর মিতালী মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয় এবং নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

জামিয়া আরাবিয়া হাফিজিয়া কারিয়ানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসার মুহাদ্দিস ও উপশহর ২ নম্বর ব্লকের বাজার জামে মসজিদের ইমাম ওয়ালিউল্লাহ সিরাজি নামাজ ও দোয়া পরিচালনা করেন।

গত দুই সপ্তাহ ধরে টানা তাপদাহে পুড়ছে দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলা। সেই সাথে দেখা নেই বৃষ্টির। কয়েকদিন ধরে এ জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আরও ৪-৫ দিন এ ধরনের তাপপ্রবাহ থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here