শীতের বিদায়লগ্নে বসন্তবরণ করে নিতে বাঙ্গালির খাদ্য সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করে তিন দিনব্যাপী পিঠা উৎসবে সিক্ত দর্শকসহ ভোজনরশিকরা। জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে তিন দিনব্যাপী এই বসন্ত বরণের সাথে পিঠা উৎসবের আয়োজন করেন হ্যাভেনলি টাচ। ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই পিঠা উৎসবে দর্শকদের ছিল উপচেপড়া ভিড়।
আয়োজকরা বলছেন, যুগযুগ ধরে গড়ে উঠা বাঙ্গালী সংস্কৃতির ঐতিহ্য পিঠা উৎসব নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও প্রজন্মদের কাছে অবদান রাখবে। পাশাপাশি নারীদের কর্মসংস্থানের নতুন দাঁড় উন্মোচন হবে আয়োজকদের প্রত্যাশা।শীত এলেই বাড়ীতে বাড়ীতে পিঠাপুলি বানানোর যে ঐতিহ্য রয়েছে তা আজ হারিয়ে যেতে বসেছে। সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবং এ ধরণের আয়োজনে নারীদের উৎসাহিত করবে। তিনদিন ব্যাপী পিঠা উৎসবে ২০টি পিঠার অফলাইন-অনলাইন স্টোলের মাধ্যমে তাদের দক্ষ কারিগরিতে ডিসপ্লে করছে। প্রচুর দর্শক ও ভোজন প্রিয় এযুগের তরুন-তরুনীরা ভিড় জমাচ্ছে। মেলা প্রতিদিন বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত চলে।