দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুর সদরে ট্রাক চাপায় ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর আদিবাসী সম্প্রদায়ের একজন নিহত হয়েছেন। বাইসাইকেল চালিয়ে যাবার সময় দুর্ঘটনার শিকার হয়েছে ফ্রান্সিস সরেন। বুধবার সকাল পৌনে ১০টার দিকে দিনাজপুর সদরের গোপালগঞ্জের শেখহাটি এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।
নিহত বাইসাইকেল চালক ফ্রান্সিস সরেন (৫৫) জেলা সদরের চেহেলগাজী ইউনিয়নের পশ্চিম শিবরামপুর খ্রিস্টান পাড়ার বাসিন্দা সোনা সরেনের ছেলে।