তীব্র তাপদাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে সারাদেশে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দিনাজপুরে ৫০০ গাছের চারা রোপণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে দিনাজপুর সরকারি কলেজ মাঠে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সহযোগিতায় সরকারি কলেজ শাখা ছাত্রলীগ এ আয়োজন করে। ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।