দিনাজপুরে চিত্রশিল্পী আঁখিকে অনুদানের চেক প্রদান

0

দিনাজপুরে সেই বাকপ্রতিবন্ধী শিল্পী মোছা. আরিফা আক্তার আঁখিকে ১ লাখ টাকার আর্থিক অনুদানের চেক দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দিনাজপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি আঁখির হাতে ১ লাখ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন। 

এসময় জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-সচিব মোরার্জি দেশাই, দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করীম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, বধির ইনস্টিটিউটের প্রধান শিক্ষক নাজনীন আক্তার প্রমুখ। 

হুইপ ইকবালুর রহিম বলেন, আঁখির এই প্রতিভা দিনাজপুরবাসীকে গর্বিত করেছে। আঁখি প্রমাণ করেছেন বাকপ্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদে পরিণত হয়েছে। ভবিষ্যতেও আঁখির মত অনেক প্রতিভা দেশের জন্য সুনাম বয়ে আনবে। 

আঁখির পিতা আনারুল ইসলাম জানান, আখি একজন মেধাবী ছাত্রী। কিন্তু সে বাকপ্রতিবন্ধী। আঁখি প্রথমে দিনাজপুর শিশু একাডেমিতে আর্ট শিখত। বর্তমানে বালুবাড়ী আর্ট একাডেমিতে ভর্তি হয়ে আর্ট শিখছে। আমি একজন পুরাতন বই বিক্রেতা। দিন আনি দিন খাই। প্রধানমন্ত্রী আমার এই কন্যার মেধাকে শুভেচ্ছা কার্ডের মাধ্যমে দেশে ছড়িয়ে দিয়েছেন, এ জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here