দিনাজপুরে কমেছে রসুনের দাম

0

সপ্তাহের ব্যবধানে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলি বাজারে চায়না ও দেশীয় রসুন কেজিতে কমেছে ২০ টাকা এবং অন্যদিকে সরবরাহ কমে যাওয়ায় দেশীয় পিঁয়াজ কেজিতে বেড়েছে ১০ টাকা। সোমবার হিলি বাজারে পাইকারী ও খুচরা বাজারে দেখা যায়, সব ধরনের রসুনের দাম কমেছে। 

প্রতি কেজি চায়না রসুন ২৪০টাকা, আর দেশী রসুন ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। দুইদিন আগেও চায়না রসুন ২৬০টাকা এবং দেশীয় ২৮০টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ফলে কেজি প্রতি কমেছে ২০টাকা। অন্যদিকে দেশীয় পিঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দুইদিন আগে ৭০টাকা কেজি দরে বিক্রি হয়। এতে কেজিতে বেড়েছে ১০ টাকা।

পাইকারি রসুন ও পেঁয়াজ বিক্রেতা আবু তাহের জানান, দেশীয় পিঁয়াজের সরবরাহ কমে আসায় মোকামেই দাম বেশি। দুই দিন আগে মোকামেই তিন হাজার টাকা মন পিঁয়াজ কিনেছি। দুইদিন আগে মোকামেই ৭৫টাকা কেজি দরে পিঁয়াজ কিনেছি।এরপর পরিবহন খরচ আছে। তবে কয়েক দিনের তুলনায় সরবরাহ বৃদ্ধি পেয়েছে চায়না রসুন। তাই দাম কমেছে। দেশীয় কাঁচা রসুন উঠায় সেই রসুনেরও দাম কমে আসছে। এক সপ্তাহ আগে চায়না রসুন ২৬০ টাকা কেজি দরে ও দেশীয় রসুন ২৮০ টাকা কেজি দরে বিক্রি করেছি। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা কমেছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here