দিনাজপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা গ্রেপ্তার

0
দিনাজপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা গ্রেপ্তার

দিনাজপুরের ফুলবাড়ী ও ঘোড়াঘাটে হামলার মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ফুলবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতা এবং ঘোড়াঘাটে আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার হন।

মঙ্গলবার দুপুরে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ফুলবাড়ীতে গ্রেপ্তারকৃতরা- উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদক মো. তৈবুর রহমান লাজু (৪৫), উপজেলার বেতদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী মো. আতিকুর রহমান (৫২), একই ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. মেজবাবুল রহমান (৩৭) ও তার সহোদর ওয়ার্ড যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মিজানুর রহমান (৩৬), এলুয়াড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মো. শাহজাহান আলী (৫২)।

অপরদিকে ঘোড়াঘাটে গ্রেপ্তারকৃতরা হলেন- ঘোড়াঘাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন মিঠু (৫৩) ও পালশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি খোকন সরকার (৩৭)।

ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান জানিয়েছেন, ৪ ফেব্রুয়ারি বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় বিস্ফোরক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, ২০২৪ সালের ৪ আগস্ট ঘোড়াঘাট পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান। তাদের হাতে লাঠি, রড, ধারালো অস্ত্র ও পেট্রলবোমা ছিল। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পেট্রলবোমা ছোড়া হয়। হামলায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ আহত হন। এছাড়া আন্দোলনের আয়োজক শহিদ শেখ ও রাফি গুরুতর আহত হন। মামলায় শহিদ শেখ বাদী হয়ে থানায় মামলা করেন। এতে ৪০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা ৭০–৮০ জনকে আসামি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here