দারুন জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু ম্যানচেস্টার সিটির

0

আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের জোড়া গোলে দারুন জয়ে চ্যাম্পিয়ন্স লিগে শুরু করেছে ম্যানচেস্টার সিটি। নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডকে ৩-১ গোলে হারিয়েছে তারা। 

ম্যাচে আলভারেজ ২টি ও রদ্রি একটি গোল করেন। রেড স্টারের গোলটি করেন ওসমান বুকারি। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) শক্তিশালী দল হিসেবেই বেলগ্রেডের মুখোমুখি হয় ম্যানসিটি। কিন্তু ৪৫ মিনিটে এক গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। নিজেদের মাঠে গোলের খাতা খুলতে দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয় সিটিজেনদের। ৪৭ মিনিটে দলকে গোল উপহার দেন আলভারেজ।

ফ্রি কিক থেকে দারুণ এক গোলে সিটিজেনদের ২-১ ব্যবধানে লিড এনে দেন তিনি। ৭৩ মিনিটে ইতিহাদের দর্শকদের আরও একবার উদ্বেলিত করেন রদ্রি। এ গোলে অ্যাসিস্ট করেন ইংলিশ ফুটবলার ফিল ফোডেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here