সিরাজগঞ্জে পাওনা টাকা নিয়ে দ্বন্ধের জেরে বন্ধুর দায়ের কোপে আরেক বন্ধুর ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত বন্ধু শরিফুল ইসলামকে (৩৬) ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার বহুলী ইউনিয়নের সরাইচন্ড গ্রামে এঘটনা ঘটে।
এ ঘটনায় শরিফুল ইসলামের স্ত্রী বাদী হয়ে পরদিন সদর থানায় ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশ এ মামলায় মঞ্জু ও রুবেল নামে দুজনকে আটকের পর মঙ্গলবার জেলহাজতে প্রেরন করেছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই দানিউল হক জানান, পাওনা টাকা নিয়ে দ্বন্ধের জেরে শরিফুলের হাতের কব্জি কুপিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে গতকাল সন্ধ্যা ও মঙ্গলবার ভোররাতে এজাহার নামীয় মঞ্জু ও রুবেলকে আটক করা হয়। এরপর মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।