বরগুনার সদর উপজেলার বরগুনা ইউনিয়নের কালিরতবক গ্রামে মহিষের বাছুর ডাল ক্ষেতে যাওয়ায় শাহরুখ (১৪) নামের এক শিক্ষার্থী এবং আমির (৪২) নামের এক কৃষককে কুপিয়ে জখম করেছে অভি (২৬) নামের মাদকাসক্ত যুবক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহরুখ মাঠে মহিষ নিয়ে যাবার সময় মহিষের একটি বাছুর ছুটে রাস্তার পাশে এক কৃষকের ডাল ক্ষেতে যায়। এ ঘটনায় একই গ্রামের মজিবরের নির্দেশে তার মাদকাসক্ত ছেলে অভি (২৬) বাড়ি থেকে দেশি বগি দা এনে শাহরুখকে কুপিয়ে জখম করে। বাধা দিতে গেলে আমির (৪২) নামের এক কৃষককে কুপিয়ে জখম এবং মিতু নামের এক গৃহবধূর কানের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় অভি ও তার বাবা। গুরুতর আহত শাহরুখকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শাহরুখের বাবা আসলাম বলেন, মজিবরের নির্দেশে তার ছেলে অভি আমার ছেলেকে হত্যার উদ্দেশ্য কুপিয়েছে।