দায়িত্ব পেলে নেতৃত্ব দিতে প্রস্তুত তাসকিন

0

টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। তাই ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য নতুন অধিনায়ক হিসেবে লিটন দাসের কথা ভাবা হচ্ছে। আলোচনায় আছে তাসকিন আহমেদের নামও। অবশ্য বিষয়টি পুরোপুরি বোর্ডের হাতে ছাড়ছেন  তাসকিন। তবে দায়িত্ব পেলে নেতৃত্ব দিতে প্রস্তুত রয়েছেন তিনি।

খেলোয়াড় হিসেবে দলকে নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য তাসকিন আহমেদের। অধিনায়কত্ব পেলে দলকে নেতৃত্ব দিতে কোনো আপত্তি নেই তার।

শুক্রবার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি।

তাসকিন বলেন, এটা পুরোপুরি বোর্ডের কল, বোর্ড কাকে অধিনায়ক হিসেবে বিবেচনা করবে। দিন শেষে আমি খেলোয়াড়, নিজের খেলা উপভোগ করতে চাই। নিজের সেরাটা দিতে চাই। ম্যাচ জেতাতে পারলে এর চেয়ে বড় স্বস্তির কিছু নেই। বোর্ড যদি মনে করে তখন ভিন্ন ব্যাপার। হ্যাঁ, বোর্ড চাইলে চেষ্টা করব ইনশাআল্লাহ।

এ বছর ব্যস্ত সময় কাটবে টাইগারদের। বিগত সিরিজগুলোতে ভালো করতে না পারায় তাসকিন আগামী দিনে দেখছেন বাড়তি চ্যালেঞ্জ।

তিনি বলেন, প্রতিটি ম্যাচই অনেক গুরুত্বপূর্ণ। প্রিমিয়ার লিগ চলছে, শেষ করে জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। এ বছর অনেক খেলা আছে। চেষ্টা থাকবে দলগতভাবে সবাই যেন ভালো করতে পারি। গত কিছু ম্যাচ ও সিরিজ আপ টু দ্য মার্ক খেলতে পারিনি। আশা করি সেই দুর্বলতা কাটিয়ে সামনের দিনগুলো ভালো হবে।

এই পেসার বলেন, আল্লাহর রহমত, পরিবারের দোয়া, উনাদের সাপোর্ট সব মিলেই তো আস্তে আস্তে বেড়ে উঠছি। নিজের জায়গা থেকে সবসময় উন্নতির চেষ্টা করছি। তাদের ভালোবাসা, দোয়া, আল্লাহর রহমত এসবে নিজেরও মন চায় দেশের জন্য যেন আরও ভালো কিছু করতে পারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here