দায়িত্ব পেয়েই ইউক্রেন সফরে ক্যামেরন

0

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পেয়েই প্রথম বিদেশ সফরে ইউক্রেনে গেলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। 

বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ডেভিড ক্যামেরন। তাদের এ বৈঠক দীর্ঘ সময় ধরে চলে। এ সময় ক্যামেরন ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টায় সামরিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

জেলেনস্কিকে ক্যামেরন বলেন, যুক্তরাজ্য নৈতিক ও কূটনৈতিক সমর্থন প্রদান অব্যাহত রাখবে। সর্বোপরি সামরিক সহায়তাও অব্যাহত থাকবে।

ক্যামেরনকে ইউক্রেন আসার জন্য ধন্যবাদ জানান জেলেনস্কি। মধ্যপ্রাচ্য এবং হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের দিকে মনোযোগ দেওয়ায় জেলেনস্কি ইউক্রেনের লড়াইয়ের দিকে বিশ্বের মনোযোগ রাখার চেষ্টা করেছেন।

জেলেনস্কি টেলিগ্রামে লিখেছেন, ভালো বৈঠক হয়েছে। অস্ত্র, বিমান প্রতিরক্ষা শক্তিশালীকরণ, আমাদের জনগণের সুরক্ষা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর প্রতি সমর্থনের জন্য আমি যুক্তরাজ্যের কাছে কৃতজ্ঞ। রাশিয়ার হাত থেকে নিজেকে রক্ষা করার ক্ষেত্রে ইউক্রেনের অন্যতম শক্তিশালী সমর্থক যুক্তরাজ্য।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরুর পর দেশটিকে সামরিক তহবিল প্রদানের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য সহায়তা দিয়েছে। ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার সহায়তার পাশাপাশি ব্রিটিশ মাটিতে ৩০ হাজার ইউক্রেনীয় সৈন্যকে প্রশিক্ষণ দিয়েছে।

সূত্র: গার্ডিয়ান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here