দায়িত্ব ছাড়লেন পাকিস্তানের বোলিং কোচ মরকেল

0

বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার জেরে পদত্যাগ করলেন দলটির বোলিং কোচ মরনে মরকেল। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

গত জুনে ছয় মাসের চুক্তিতে পাকিস্তান দলের বোলিং কোচের দায়িত্ব নেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার মরকেল। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হয় তার আনুষ্ঠানিক কার্যক্রম। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়লেন তিনি।

আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন বাবর-রিজওয়ানরা। পিসিবি জানিয়েছে, এই সিরিজের আগেই সাবেক প্রোটিয়া পেস তারকার বিকল্প বোলিং কোচ খুঁজে বের করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here