ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আগামী দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে সংসদীয় মনোনয়ন ফরমের দাম বাড়িয়েছে। একাদশ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীরা ৩০ হাজার টাকা দিয়ে ফরম সংগ্রহ করেছেন। এবার গুণতে হবে ৫০ হাজার টাকা।
রবিবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনির্ধারিত বিফ্রিংয়ে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের এবার মনোনয়ন ফরমের জন্য ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।