দামেস্কে শিয়া ধর্মীয় স্থাপনা উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ভণ্ডুল করার দাবি

0

সিরিয়ার গোয়েন্দা বাহিনী রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত শিয়া সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা সাইয়্যেদা জয়নাবে মাজার উড়িয়ে দেওয়ার চেষ্টা ভণ্ডুল করার দাবি করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী যৌথ প্রচেষ্টায় এই হামলার পরিকল্পনা নস্যাৎ করে এবং সংশ্লিষ্ট কয়েকজনকে আটক করে।  

সিরিয়ার গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা সানাকে জানান, সিরিয়ার জনগণের বৈচিত্র্যময় সম্প্রদায়কে লক্ষ্য করে যেকোনো হামলা প্রতিরোধে গোয়েন্দা বিভাগ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 

অভিযানের সময় চারজন সন্দেহভাজন আইএসআইএল সদস্যকে আটক করা হয়, যাদের মধ্যে দুইজন লেবানিজ নাগরিক এবং একজন লেবাননে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থী বলে জানা গেছে। তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন, দুইটি রাইফেল, তিনটি বিস্ফোরক ডিভাইস এবং বেশ কয়েকটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

দামেস্কের দক্ষিণ প্রান্তে অবস্থিত সাইয়্যেদা জয়নাব মাজারটি শিয়া সম্প্রদায়ের জন্য অত্যন্ত পবিত্র স্থান। এটি মুসলিম নবী মুহাম্মদের নাতনি সাইয়্যেদা জয়নাবের সমাধি হিসেবে বিশ্বাস করা হয়। 

এই মাজারটি অতীতে একাধিকবার হামলার শিকার হয়েছে। ২০০৮ সালে একটি গাড়ি বোমা হামলায় ১৭ জন নিহত হয়। ২০১৬ সালে দুটি আত্মঘাতী হামলায় ১৩৪ জন নিহত হয়, যার দায় স্বীকার করে আইএসআইএল। এছাড়াও, ২০২৩ সালের জুলাই মাসে মাজারের কাছে একটি বোমা বিস্ফোরণে ছয়জন নিহত হয়।

শিয়া ধর্মীয় স্থানগুলো দীর্ঘদিন ধরে আইএসআইএল এবং অন্যান্য সুন্নি উগ্রপন্থী গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তু হয়ে আসছে। ইরান-সমর্থিত বাহিনী এক সময় এই মাজারের নিরাপত্তা দায়িত্বে ছিল। তবে সম্প্রতি দামেস্ক বিদ্রোহী গোষ্ঠীর দখলে যাওয়ায় এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন হওয়ায় তারা পালিয়ে গেছে।  

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here