চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের জাহানারা বেগম (৭০) নামের এক বৃদ্ধা বাড়ির ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। তিনি নাস্তিপুর পূর্বপাড়ার আব্দুল ওয়াহেদের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, জাহানারা বেগম অতিরিক্ত গরমের জন্য প্রতিদিন নিজ বাড়ির ছাদের উপর ঘুমায়। প্রতিদিনের মতো বুধবার রাতের ছাদে ঘুমান। বৃহস্পতিবার ভোরে নামাজ পড়ার জন্য ছাদ থেকে নিচে নামার সময় পা পিছলে নিচে পড়ে যান। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নিয়ে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দর্শনা থানার এসআই তইফুর রহমান বলেন, এ বিষয়ে থানায় একটা অপমৃত্যু মামলা হয়েছে।