ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে। কেউ যাতে আক্রমণ করতে না পারে, সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আক্রমণ হলে প্রতিরোধ গড়ে তোলা হবে।
তিনি আজ রাজধানীর বিজয় নগর পানির টাংকির সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত সমাবেশে এ কথা বলেন।
এ সময় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ আরও অনেকে।