দাবানলে বিপর্যস্ত হাওয়াই, নিহত বেড়ে ৮০

0

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে ঠেকেছে। এই প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন আরো অনেকে। তাই নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

এখনো মাউই দ্বীপের বিভিন্ন এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল বাহিনীর সদস্যরা। এই দাবানলে ঐতিহাসিক লাহাইনা শহরটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা বাসিন্দাদের অনেকে আশঙ্কা করছেন, তাদের ফেলে আসা বাড়িঘরে লুটপাটের ঘটনা ঘটতে পারে।

গত মঙ্গলবার রাতে মাউই দ্বীপে দাবানল ছড়িয়ে পড়ে। হ্যারিকেনের তীব্র বাতাসের কারণে মুহূর্তেই ওই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আগুন। প্রাণ বাঁচাতে অনেকেই ঝাঁপ দেন সাগরে। 

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here