হ্যারিকেনের তীব্র বাতাসে ছড়িয়ে পড়া দাবানলে যুক্তরাষ্ট্র্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপের ঐতিহাসিক শহর লাহাইনা ধ্বংস হয়ে গেছে। এই দাবানলে অন্তত ছয় জন মারা গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় এক মার্কিন সিনেটর জানিয়েছেন, লাহাইনা প্রায় পুরোপুরি পুড়ে মাটিতে ধসে পড়েছে।
স্থানীয় কোস্টগার্ড জানিয়েছে, দ্রুত গতিতে ধেয়ে আসা দাবানলের লেলিহান শিখা থেকে বাঁচতে অনেক বাসিন্দা সাগরে ঝাপিয়ে পড়েন। তাদের অনেককেই উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছে, অনেকটা সিনেমায় দেখানো দৃশ্যের মতোই ধেয়ে আসছে এই আগুন।
সূত্র: বিবিসি