যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের বহু তারকা শিল্পীর বাড়ি দাবানলের আগুনের পুড়ে ছাই হলেও টিকে আছে প্যাসিফিক প্যালিসেডস এলাকায় অভিনেতা “ব্যাটম্যান”খ্যাত বেন অ্যাফ্লেকের বিলাসবহুল বাড়িটি। ওই বাড়িটি এরই মধ্যে পরিদর্শন করেছে এফবিআই ও এবং লস অ্যাঞ্জেলস পুলিশের যৌথ একটি দল।
গত ৭ জানুয়ারিতে দাবানল ছড়িয়ে পড়লে নিজের বাড়ি ছেড়ে সাবেক স্ত্রী অভিনেত্রী জেনিফার গার্নারের বাসায় উঠেছেন অ্যাফ্লেক। গার্নারের বাড়িতে আশ্রয় নেওয়ার পর নিজের বাড়িটি এই তারকা একবার দেখেও এসেছেন। বাড়িটি বেন ছয় মাস আগে কিনেছেন ২ কোটি ডলার খরচ করে।
অ্যাফ্লেকের বাড়িতে পুলিশের আনাগোণা কেন? এমন প্রশ্নের উত্তরে পেইজ সিক্স লিখেছে, এফবিআইয়ের জনসংযোগ বিভাগের একজন মুখপাত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন- তাদের গ্রাউন্ড ইন্টারসেপ্ট টাস্ক ফোর্সের কাছে খবর আছে যে দাবানলভুক্ত এলাকায় অননুমোদিত ড্রোন উড়ছে। দমকল কর্মীরা যখন আগুন নেভানোর জন্য সুপার স্কুপার (আগুন নেভানোর এয়ারক্রাফট) ব্যবহার করছিল তখন একটি প্রাইভেট ড্রোন তাদের কাজে বিঘ্ন ঘটাচ্ছিল বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।
তার ভাষ্য, “ওই ড্রোনের খোঁজ পেতে এফবিআইয়ের সদস্যরা বেন অ্যাফ্লেকের বাড়িতে গিয়েছিলেন। যদি অভিনেতার বাড়িতে কোনও ক্লোজড সার্কিট ক্যামেরা থাকে তাহলে ড্রোনের ছবি পেতে ওই ক্যামেরার ভিডিও সংগ্রহ করা দরকার ছিল তাদের।“ এর মধ্যে পেইজ সিক্সের আলোকচিত্রীর ছবিতে দেখা গেছে তিন সন্তান ও জেনিফার গার্নারসহ বেন অ্যাফ্লেক হেঁটে যাচ্ছেন।
শক্তিশালী বাতাসের কারণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টায় হিমশিম অবস্থা অগ্নিনির্বাপণকর্মীদের। তার মধ্যেই আগুন আরও ভয়াবহ হয়ে ওঠার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। স্যান্টা অ্যানা বাতাস ক্রমেই শক্তিশালী ঝড়ো বাতাস হয়ে উঠতে থাকায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকা এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টির বাইরের কয়েকটি স্থানেও আগুনের গুরুতর হুমকির মুখে পড়েছে ৬০ লাখের বেশি মানুষ।
কয়েকদিন ধরে চলতে থাকা দাবানলে মৃতের সংখ্যা এরই মধ্যে ২৫ জনে দাঁড়িয়েছে। প্যালিসেডসের দাবানলে ৯ জন এবং ইটনে ১৬ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণার তারিখ দ্বিতীয় দফায় পিছিয়ে ২৩ জানুয়ারি ঠিক করা হয়েছে। সংগীতের সবচেয়ে বড় পুরস্কারের আসর ৬৭তম গ্র্যামি আওয়ার্ড অনুষ্ঠান ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
দ্য হলিউড রিপোর্টার লিখেছে, আগামী ২ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে গ্র্যামি অ্যাওয়ার্ডের আসর বসছে।সেখানে এ সময়ের গুরুত্বপূর্ণ শিল্পীদের উপস্থিত থাকার কথা রয়েছে। কিন্তু দাবানল এখনো নিয়ন্ত্রণে না আসায় এবং ধ্বংসযজ্ঞ মাত্রা ছাড়ায় এই পুরস্কার অনুষ্ঠান আদৌ আয়োজন করা সম্ভব কী না তা নিয়ে সংশয়ে পড়েছে কর্তৃপক্ষ। এছাড়া গত সপ্তাহের প্রায় সব সিনেমার প্রিমিয়ার বাতিল করা হয়েছে।