দাফনের ১৭ মাস পর কবর থেকে তরুণের লাশ উত্তোলন

0
দাফনের ১৭ মাস পর কবর থেকে তরুণের লাশ উত্তোলন

নোয়াখালীর চাটখিলে ইমতিয়াজ হোসেন (২২) নামের এক তরুণের লাশ (হাড়গোড়) ১৭ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে হাট পুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। ইমতিয়াজ ২০২৪ সালের ৬ আগস্ট ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরিবারের অভিযোগ অনুযায়ী, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরের পর আনন্দ মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন তিনি। তার বাবা হাবিবুর রহমান ২২ মে আদালতে হত্যা মামলা করেন। মামলায় সাবেক এমপি এইচ এম ইব্রাহীম, সাবেক মেয়র নিজাম উদ্দিন মোহাম্মদ উল্ল্যাহসহ ৫৭ জনের নাম উল্লেখ করা হয় এবং ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

তদন্তের প্রয়োজনে আদালতের আদেশে লাশ উত্তোলন করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন ও এসআই আলমগীর উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here