দাপুটে জয়ে কোয়াটার ফাইনালে অ্যাস্টন ভিলা

0

কার্ডিফ সিটির বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে অ্যাস্টন ভিলা। দলের হয়ে জোড়া গোল করেছেন স্প্যানিশ স্ট্রাইকার মার্কো আসেন্সিয়ো। আর এ জয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নিজেদের মাঠে কার্ডিফকে আতিথ্য দেয় অ্যাস্টন ভিলা।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই কার্ডিফ সিটির বিপক্ষে একক আধিপত্য দেখায় অ্যাস্টন ভিলা। ম্যাচে ৬৮ শতাংশ বল পজেশন আর অন টার্গেটে ১০টি শট নেয় স্বাগতিকরা। অফ টার্গেটে শট আসে আরও ৬টি, কিন্তু গোলের দেখা মিলছিল না। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দু’ল।

বিরতির পর আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের ৬৮তম মিনিটে ভাঙে ডেডলক। র‍্যাশফোর্ডের অ্যাসিস্টে স্কোর শিটে নাম তোলেন স্প্যানিশ ফরোয়ার্ড মার্কো আসেন্সিয়ো।

দ্বিতীয় গোল আসে ম্যাচের ৮০তম মিনিটে। এবার লিয়ন বেইলির অ্যাসিস্টে আবারও কার্ডিফের জালে বল জড়ান আসেন্সিয়ো। এই জয়ে প্রথম দল হিসেবে টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নিলো উনাই এমেরির দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here