ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ ব্যক্তি নিহত হয়েছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার স্থানীয় শহীদনগর এলাকায় একটি অজ্ঞতনামা যাত্রীবাহী বাস অটো রিক্সাকে চাপা দিলে অটোরিক্সার যাত্রী আব্দুস সাত্তার নিহত হন।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রাতেই লাশ ময়না তদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। শনিবার ময়নাতদন্তের পর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।