কুমিল্লার দাউদকান্দিতে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রীকে অপহরণের পর হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে দাউদকান্দি মডেল থানা পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কান্দারগাঁও গ্রামের প্রবাসী রাসেল মিয়ার কন্যা স্থানীয় কিন্ডারগার্ডেনের প্রথম শ্রেণির ছাত্রী তানিশা (৬) শনিবার নিজ বাড়ী থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর অজ্ঞতনামা ব্যক্তিরা স্কুলছাত্রীকে অপহরণ করার দাবি করে বিভিন্ন মাধ্যমে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তাদের মুক্তিপণ অনুযায়ী ২ লাখ টাকা না দেওয়ায় ওই স্কুলছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তার লাশ আজ রবিবার সকালে স্থানীয় ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয়।