কুমিল্লায় ভাড়া বাসা থেকে এক পুরুষ (৪২) ও নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার লক্ষীপুর গ্রামের একটি ভবনের নিচতলার কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
তিনি জানান, আমরা ঘটনা শুনে ওই বাড়িতে গিয়ে খাটের ওপর থেকে দুইটি মরদেহ উদ্ধার করি। তবে নিহতদের পরিচয় এখনও পাইনি। তারা বেশ কয়েকদিন ধরে এই ভবনটিতে থাকতেন। আমরা লাশের পাশ থেকে এক পাতা প্রেশারের ও দুই পাতা ঘুমের ওষুধের খোসা পেয়েছি। তাই প্রাথমিকভাবে ধারণা করছি তারা আত্মহত্যা করেছেন। তবে এটি তদন্তের বিষয়।
তারা সম্পর্কে কি হয় এমন প্রশ্নে এই কর্মকর্তা বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই নারী কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা। আর পুরুষ নরসিংদী জেলার শিবপুর এলাকার বাসিন্দা। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। তবে আমরা এখনও পরিবারের সন্ধ্যান পাইনি। তাই নিশ্চিতভাবে বলতে পারছি না। লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই বিষয়ে ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।