কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের ফাইনালে লিটন কুমার দাসের সারে জাগুয়ার্সকে ৫ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল মন্ট্রিয়ল টাইগার্স। যদিও সাকিব ছিলেন না ফাইনালে। তিনি বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে শ্রীলঙ্কায় রয়েছেন।
ম্যাচের শেষ বলে আন্দ্রে রাসেলের বিশাল ছক্কার জোরে প্রথমবার শিরোপা জিতেছে টাইগার্স। শেষ ওভারের দ্বিতীয় বলেও ছক্কা মেরেছিলেন রাসেল।
তবে ফাইনাল ম্যাচেও লিটনের ব্যাট হাসেনি। তিনে নামা লিটন ১৩ বলে তুলতে পেরেছেন মোটে ১২ রান! আসরে ৭ ইনিংসে লিটনের গড় ২১.৭১। সংগ্রহ ১৫২ রান; স্ট্রাইক রেট ১০০.৬৬!