পিএসজির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন বেশ জোড়ালো হয়ে উঠছে। স্প্যানিশ মিডিয়ায় আসছে একের পর এক সংবাদ। দাবি করা হচ্ছে যে, মেসি এবং বার্সা উভয় পক্ষই নাকি একে অন্যকে শর্ত দিয়েছে। দল বদলের এই গুঞ্জনের মধ্যেই আজ পিএসজির হয়ে মাঠে নামছেন মেসি।
আন্তর্জাতিক বিরতির পর কদিন আগেই ফ্রান্সে ফিরেছেন মেসি। দলের সঙ্গে দুইদিন করেছেন অনুশীলনও। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ার পর ফ্রেঞ্চ লিগ ওয়ানই এখন পিএসজির মূল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন তারা। চ্যাম্পিয়নস লিগ ও ফরাসি কাপ না পেলেও লিগ ওয়ানের শিরোপা ধরে রাখতে মরিয়া দলটি। ঘরের মাঠে পিএসজির আজকের প্রতিপক্ষ লিঁও। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।