অনেকদিন পরে ইনজুরি থেকে মাঠের ক্রিকেটে ফিরেছিলেন পাকিস্তানের তরুণ পেসার ইহসানউল্লাহ। ডানহাতি পেসারের আশা ছিল পিএসএল-২০২৫ আসর দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন। কিন্তু তার আশায় গুড়েবালি। গতকাল সোমবার অনুষ্ঠিত হওয়া প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে কিনতে আগ্রহী হয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
দল না পেয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে পিএসএল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ইহসানউল্লাহ। আজ মঙ্গলবার কঠিন এই সিদ্ধান্তের কথা জানান ২২ বছর বয়সী এ পেসার। খবরটি প্রকাশ করেছে ‘পাকিস্তান অবজার্ভার’।
এক সাক্ষাৎকারে ফ্র্যাঞ্চাইজিগুলোর ওপর ক্ষোভ ঝেড়েছেন ইহসানউল্লাহ। এরপরই স্থায়ীভাবে পিএসএল বয়কটের সিদ্ধান্ত জানান তিনি।
ইহসানউল্লাহ বলেন, ‘ভালো পারফরম্যান্স করা সত্ত্বেও কোনো ফ্র্যাঞ্চাইজি আমাকে বাছাই করেনি। এমনকি কেউ আমার সঙ্গে যোগাযোগও করেনি। আমি আর কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে চাই না, পিএসএলও না।’
পাক পেসার আরও জানান, আবেগপ্রবণ হয়ে অবসরের সিদ্ধান্ত নেননি তিনি। বরং ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেট বিশ্বের আত্মকেন্দ্রিক চিন্তাভাবনার প্রতিবাদ জানিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসর নিলেও পাকিস্তান জাতীয় খেলার সুযোগ পেতে মুখিয়ে আছেন ইহসানউল্লাহ।
তিনি বলেন, ‘আমি ফিরবো। ১৫০ থেকে ১৬০ কিমি বেগে বোলিং করবো। আমি সেসব বোলারদের মতো নই, যারা ১৩০-১৩৫ কিমি গতিতে বল করে এবং ইনজুরিতে শেষ হয়ে যায়।’
২০২৩ সালে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসরে ২২ উইকেট শিকার করে তাক লাগিয়ে দিয়েছিলেন ইহসানউল্লাহ। ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করে আলোচনায় আশা এই ফাস্ট বোলারকে পাকিস্তানের ক্রিকেটের পরবর্তী বড় তারকা হিসেবে মনে করা হচ্ছিল। এমন পারফরম্যান্সে পাকিস্তান জাতীয় দলেও খেলার স্বপ্ন পূরণ হয়ে যায় তার। কিন্তু সে বছর এপ্রিলে কনুইয়ের ইনজুরি ওলটপালট করে দেয় ইহসানউল্লাহ’র দুনিয়া।