উপযুক্ত কারণ ছাড়া পাকিস্তান দল থেকে ফের বাদ পড়লে ক্যারিয়ারে নতুন পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।
পারফরম্যান্স খুব একটা খারাপ না হলেও প্রায় দেড় বছর জাতীয় দলের বাইরে ছিলেন ইমাদ। সম্প্রতি আফগানিস্তান সিরিজ দিয়ে আবার দলে ফিরলেও সেই ক্ষোভ কমছে না পাকিস্তানের এই অলরাউন্ডারের।
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের নিয়মিতদের একজন ছিলেন ইমাদ। সংযুক্ত আরব আমিরাতের ওই আসরে ৬ ম্যাচ খেলে কেবলে একটিতে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১১ রান করেন তিনি। প্রতি ম্যাচেই বোলিং করে বাঁহাতি স্পিনে ২৮.৫০ গড়ে নেন ৪ উইকেট।
এরপর বাংলাদেশ সফরের দলে থাকলেও ইমাদকে খেলানো হয়নি কোনো ম্যাচে। বাদ পড়েন তিনি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজের দল থেকে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও ডাকা হয়নি তাকে।