টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য হলেও আফগানিস্তানের হয়ে কেবল একটি ওয়ানডে খেলেছেন কারিম জানাত। সাড়ে ৬ বছর পর এই সংস্করণের দলে ডাক পেয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
এশিয়া কাপের জন্য রবিবার (২৭ আগস্ট) ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। দেড় বছরের বেশি সময় পর ওয়ানডে দলে জায়গা পেয়েছেন শারাফউদ্দিন আশরাফ।
ক্যারিয়ারের ১৯ ওয়ানডের সবশেষটি ২০২২ সালের জানুয়ারিতে খেলেন স্পিনিং অলরাউন্ডার আশরাফ, নেদারল্যান্ডসের বিপক্ষে। এই সংস্করণে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি তিনি, ১১ ইনিংসে রান কেবল ৬৬। বাঁহাতি স্পিনে অবশ্য ধরেছেন ১৩ শিকার। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৮ ম্যাচ খেলে ২ ফিফটিতে আশরাফের রান ৬৯৬, উইকেট ৬৫টি।
পাকিস্তানের বিপক্ষে গত শনিবার শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওয়াফাদার মোমান্দ। সাইড স্ট্রেইন চোটের কারণে এশিয়া কাপের দলে নেই আজমতউল্লাহ ওমারজাই। তার জায়গায় দলে যোগ করা হয়েছে গুলবাদিন নাইবকে। পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া সিরিজ শুরুর দিন চোটে পড়ে ছিটকে যান নাজিবউল্লাহ জাদরান। এশিয়া কাপ দিয়ে দলে ফিরলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ওই সিরিজে কোনো ম্যাচ না খেলেই টিকে গেছেন তরুণ বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমাদ।
এশিয়া কাপে ‘বি’ গ্রুপে রয়েছে আফগানিস্তান। লাহোরে ৩ আগামী রোববার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের এশিয়া কাপ অভিযান। দুই দিন পর একই ভেন্যুতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।
আফগানিস্তানের এশিয়া কাপ দল: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রেহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মাদ নাবি, ইকরাম আলিখিল, রাশিদ খান, গুলবাদিন নাইব, কারিম জানাত, আব্দুল রহমান, শারাফউদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, নুর আহমাদ, মোহাম্মাদ সালিম, ফাজালহাক ফারুকি।