দলে জায়গা হারিয়ে পুলিশে যোগ দিলেন শাদাব

0

ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি অলরাউন্ডার শাদাব খানের। স্কোয়াড ঘোষণার পরদিনই বুধবার (২০ ডিসেম্বর) শাদাবকে সম্মানজনক ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) পদ দিয়েছে পাঞ্জাব প্রশাসন। 

পাঞ্জাব পুলিশের ডিএসপি পদ পাওয়ার বিষয়টি সামাজি যোগাযোগমাধ্যম এক্সে নিজেই জানিয়েছেন শাদাব। পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাঞ্জাব রাজ্য পুলিশের প্রধান ড. উসমান আনওয়ার তাকে সম্মানজনক ডিএসপি পদ দিয়েছেন। শাদাব চাইলে পুলিশের যে কোনো বিভাগে কাজ করতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে।

এর আগে এই অলরাউন্ডারকে পাকিস্তানের আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ইনজুরির কারণে বিশ্রামে রাখার কথা জানান পিসিবির প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ। সাবেক এই পাক পেসার বলেন, শাদাব আমাদের জন্য গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি ক্রিকেটার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে অ্যাঙ্কলের চোটে পড়েছে, এজন্য রিহ্যাভে তার দুই সপ্তাহ বেশি সময় লাগবে।

আগামী ১২ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে নামবে পাকিস্তান। যেখানে শাহিনের অধীনে খেলবেন সাবেক অধিনায়ক বাবর আজমও। আসন্ন সিরিজের জন্য প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আব্বাস আফ্রিদি, হাসিবুল্লাহ খান। এছাড়া পাঁচ বছর পর টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে শাহিবজাদা ফারহানকে। সর্বশেষ ২০১৮ সালে অভিষেক হওয়ার পর তিনি ৩ ম্যাচ খেলেছিলেন, কিন্তু তিনি ব্যাট হাতে ছিলেন ব্যর্থ।

উল্লেখ্য, পাকিস্তানে তারকা ক্রিকেটারদের পুলিশের সম্মানজনক পদ দেওয়ার রীতি আগে থেকেই প্রচলিত আছে। বর্তমানে জাতীয় দলের হয়ে খেলা তারকা পেসার শাহিন আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহদেরও বিভিন্ন রাজ্য পুলিশের দূত হতে দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here