আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের ফিটনেসে মনযোগ দিয়েছে। তাই দল ঘোষণার আগে ক্যাম্পে ডাক পাওয়া ৩২ ক্রিকেটারকে দিতে হচ্ছে ইয়ো ইয়ো টেস্ট।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ ক্রিকেটারদের মধ্যে সবার আগে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ। গত কয়েক দিন ধরেই নিয়মিত অনুশীলনে আসলেও আজ তিনি এসেছে ফিটনেস পরীক্ষা দিতে।
এশিয়া কাপ নিয়ে সব দলেরই বাড়তি পরিকল্পনা থাকে। ব্যাতিক্রম কিছু নয় বাংলাদেশের ক্ষেত্রেও। ৩২ ক্রিকেটার নিয়ে বিশেষ এই ক্যাম্প আয়োজনও সেই পরিকল্পনারই অংশ।