দলের খারাপ পারফরম্যান্স নিয়ে যা বললেন তামিম

0

পিঠের চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারছেন না তামিম ইকবাল। অধিনায়কত্ব ছাড়ার ঘোষণাও দিয়েছেন। তার অনুপুস্থিতিতে এশিয়া কাপে খুব একটা সুবিধাও করছে পারছে না বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বড় হার দিয়ে শুরু করলেও আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে টাইগাররা। এরপর এই পর্বের প্রথম ম্যাচে হেরে যায় পাকিস্তানের বিপক্ষে। তবে দলের এমন খারাপ পারফরম্যান্স নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

শুক্রবার একটি শো-রুম উদ্বোধনে এসে তামিম বলেন, ‘খেলা নিয়ে এখান থেকে মন্তব্য করা উচিত হবে না। কারণ যারা ওখানে আছে, আমি নিশ্চিত তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। কেবল আমি দলে নাই, বাইরে আছি দেখে একটা কমেন্ট করে দিলাম। আমি তেমন লোক না। আমিও দলেরই অংশ। নিজেকে তাড়াতাড়ি তৈরি করার চেষ্টা করছি যেন সুযোগ এলে সেরাটা দিতে পারি। খারাপ পারফরম্যান্স নিয়ে মন্তব্য করা উচিত না বলে মনে করি।’

তিনি বলেন, ‘দেখা তো হচ্ছে খেলা। ভালো না খেললে হতাশ অবশ্যই হই। আমার মনে হয় না একটা দুইটা খারাপ পারফরম্যান্সের কারণে লাস্ট পাঁচ-ছয় বছরের হার্ড ওয়ার্ক ভুলে যাবো। এটা হতেই পারে। আমার মনে হয় আমরা এখনও খুব ভালো দল ওয়ানডেতে। একটা-দুইটা ম্যাচে হতেই পারে। আর এটা হলেও ঘাবড়ানোর কিছু নেই। ড্রেসিংরুমে যারা আছে, তারা সবাই বিশ্বাস করে আমরা গত দুই তিন ম্যাচে যা হয়েছে তার চেয়ে ভালো দল।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here